নিজস্ব প্রতিবেদক
বরগুনায় অসুস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতার পাশে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড. সাইমুল ইসলাম রাব্বি। জানা যায়, বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল মাতুব্বর দীর্ঘদিন শারিরীক ভাবে গুরুতর অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার এই অসুস্থতার খবর শুনে তাকে দেখতে যান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বি। এসময় তিনি তার শারীরিক ও পারিবারিক খোঁজ খবর নিয়ে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে তার পাশে থাকার নিশ্চয়তা দিয়ে আর্থিক ভাবে সহযোগিতা করেন।