পলাশে লাইসেন্স না থাকায় তিন করাতকলে জরিমানা

আল আমিন মুন্সী, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্ট বসিয়ে ৩টি করাতকলের মালিকদের পৃথক তিন মামলায় জরিমানা করা হয়। পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। এসময় প্রসিকিউশন দাখিলকারী পলাশ উপজেলা বন বিভাগের কর্মকর্তা আমিরুল হাসান মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।অভিযান চলাকালে পৌর এলাকার ভাগ্যেরপাড়ার কাইয়ুম, কামাল ও কাদির এর মালিকানাধীন ৩ টি করাতকলের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ভাবে তিনটি মামলা দায়ের করা হয়। এই তিন মামলায় করাতকল মালিকদের মোট ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, বৈধ লাইসেন্স না থাকার কারণে করাতকলের ৩ মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। বৈধ লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা না করার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

Recommended For You

Leave a Reply