জাহিদুল ইসলাম মেহেদীঃ
বরগুনা সদর উপজেলায় মর্গে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দেওয়া মোসাঃ সানজিদা ইসলাম রিয়া (১৬) জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষা শেষে সেদিন বাড়িতে ফিরে বাবার লাশ দাফনে অংশ নিয়েছিল রিয়া। শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফল প্রকাশের পর বিকেলে এ তথ্য জানা যায়। এ প্রাপ্তিতে একদিকে পরিবারের আনন্দ বিরাজ করছে অন্যদিকে বাবা হারানোর বেদনায় ভারাকান্ত হয়ে পড়েছে গোটা এলাকাবাসী।
মোসাঃ সানজিদা ইসলাম রিয়া উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর আগে মঙ্গলবার (২ মে) রাতে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাকুরগাছিয়া নামক এলাকায় ঠাণ্ডা বাহিনীর সদস্যরা কুপিয়ে খুন করে রিয়ার বাবাকে।
ওইদিনই রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পর দিন বুধবার (৩ মে ) সকাল ১০টার কিছুক্ষণ আগে হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রিয়া। ঠাণ্ডা বাহিনীর হাতে নিহত রিয়ার বাবার নাম শফিকুল ইসলাম পনু। পাকুরগাছিয়া এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন তিনি। মোসাঃ সানজিদা ইসলাম রিয়া বলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ব্যারিস্টার হব। নিহত পনু মিয়ার স্ত্রী ও রিয়ার মা ছবি আক্তার বলেন, আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এ খবর শুনে এলাকার অনেকেই তাকে দেখতে এসেছেন। আজ তার বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন তিনি। মেয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে করে আগামী দিনে তার লেখাপড়া চালিয়ে যেতে পারি। আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ধীমান চন্দ্র রায় বলেন, জর্জিয়া কিন্ডারগার্টেনের পরিক্ষার্থী রিয়া জিপিএ-৫ পেয়েছে। তার ভালো ফলাফলের খবর শুনে আমরা পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা সকলেই আনন্দিত। আশা করি তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাণ্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই নির্বাচনের দেড় বছর পরে মঙ্গলবার রাতে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এর আগেও পনুকে বেশ কয়েকবার কুপিয়ে গুরুতর জখম করে ঠাণ্ডা বাহিনী। বৃহস্পতিবার (৪ মে) নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী মারজিয়া আকতার ছবি বাদী হয়ে আকাইদ হোসেন ঠান্ডাসহ ৫৮ জনের নামে একটি মামলা করেছেন।
বরগুনা/মেহেদী