বরগুনায় পুলিশের নাশকতা বিরোধী অভিযান; আটক ২

নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জেনারেল আবজালুর রহমান ও পৌর জামায়াত ইসলামের যুগ্ম সম্পাদক জহিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুর রহমান । আজ শনিবার ২৯ জুলাই দুপুর দুইটার সময় বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় , বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) এর (ক) ধারায় আসামি হিসেবে বরগুনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জেনারেল আবজালুর রহমান ও পৌর জামায়াত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন প্রতিষ্ঠানে শিবির কর্মী দিয়ে লিফলেট বিতরণসহ নানান গুরতর অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বরগুনা থানায় অফিসার ইনচার্জ একে এম মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুই জামায়াত ইসলামী দুই সদস্যকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) এর (ক) ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বরগুনা/মিরাজ

Recommended For You

Leave a Reply