রিপন মালী
বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলামের বিরুদ্ধে বিধিবহির্ভূত ভাবে দরপত্রের কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুলাই) বরগুনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এনএইচ এমটি এফই (জেভি) এর পক্ষে মো. বশির আহম্মেদ এই অভিযোগ করেন। এবং এ বিষয়ে সংবাদ সম্মেলনও অভিযোগ করা মো.বশির আহম্মেদ। বশির আহম্মেদ অভিযোগ করেন, ‘উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ নামে বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের দরপত্র আহবান করা হয়। এবছরের ২৫ মে ১১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩ শত ২৫ টাকার ওই দরপত্র খোলা হলে মেসার্স এনএইচ এমটি এফই (জেভি) ১১ কেটি ৭৪ লাখ ৯৪ হাজার ৬ শত ২১ টাকার উক্ত দরপত্রে অংশ গ্রহন করে।’
‘তবে ওই দরপত্রে ১০ কোটি ২৬ লাখ সর্বনিম্ন দরদাতা ছিল মেসার্স নাহর এন্ড পলি। এ সত্বেও নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম আমাকে কাজ দেয়ার কথা বলে লোভ দেখিয়ে পূবালী ব্যাংক বরগুনা শাখা ৩০০৭১ হিসাব নম্বরে ২০ লাখ টাকা গ্রহন করেন। কিন্তু পরে তিনি আমাকে কাজ না দিয়ে ৬০ লক্ষাধিক টাকা দরে মেসার্স কামাল এন্টার প্রইজকে ওই কাজ প্রদান কেরেন। কারণ নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম ও কামাল এন্টার প্রাইজ তারা ব্যাবসায়িক অশিংদার হিসেবে কাজ করেন।’ তিনি আরও বলেন, ‘এভাবে বিধিবহির্ভূত ভাবে এবং সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেওয়ার কারণে সরকার প্রায় অর্ধলক্ষ টাকার আয় থেকে বঞ্চিত হয়েছে। তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং আমার কাছ থেকে নেওয়া টাকা ফেরত চাই।’
অভিযোগের বিষয় জানতে চাইলে বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে কারো কোন অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন। এ বিষয় নিয়ে আপনাদের পরে জানানো হবে।