নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা কৃতী সন্তান খাদিমুল বাশার জয়। এ উপলক্ষে আনন্দ মিছিল কর্মসূচি পালন করে বরগুনা জেলা ছাত্রলীগ। শনিবার (১৪ জুলাই) সন্ধ্যায় বরগুনা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিলটি।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২ নং সহ-সভাপতি খাদিমুল বাশার জয় বরগুনার কলেজ রোড এলাকার মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের ছেলে৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে ২ নং সহ সভাপতি নির্বাচিত হন খাদিমুল বাশার জয়। এ কমিটি প্রকাশের পর ১৪ জুলাই সন্ধ্যায় আনন্দ মিছিল করে বরগুনা জেলা ছাত্রলীগ।
এবিষয়ে খাদিমুল বাশার জয় বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কাজ করার সুযোগ প্রদান করায় কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, দল ও সংগঠন ঘোষিত সকল কার্যক্রমে সক্রিয় থাকবো।