বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে শপথ বাক্য পাঠ করান, জেলা প্রশাসক হাবিবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সদ্য বিদায়ী সভাপতি জাফর হোসেন হাওলাদার। সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জয়দেব রায়। এসময় বরগুনার জেষ্ঠ্য সাংবাদিক ও গুনীজনেরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন শিকদার বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছি। সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি সকল সহকর্মীদের প্রতি যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্বভার দিয়েছেন। আগামী দিনে আমার উপর অর্পিত দায়িত্ব যেন সফলভাবে পালন করতে পারি তার জন্য সকলের সহযোগীতা কামনা করছি ।