চট্টগ্রাম মহানগরের কাট্টলি সার্কেল এর আওতাধীন উত্তর পাহাড়তলী মৌজায় পাহাড় কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় টিন দিয়ে পাহাড়ের একাংশ ঘিরে রেখে সেটার ভেতরে পাহাড় কাটা হচ্ছিল। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে এই অভিযানে নেতৃত্ব দেন এসিল্যান্ড ইউছুফ হাসান। স্থানীয়দের অভিযোগ গতকাল রাতে পাহাড় কেটে মাটি সরানোর চেষ্টা করা হচ্ছিল। তবে ঘটনাস্থলে দোষীদের কাউকে না পাওয়ায় পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধিকে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এর জন্য বলা হয়। এসময় টিনের অবৈধ বাউন্ডারি খুলে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর জিম্মায় দেয়া হয়।
পরবর্তীতে একই এলাকার উত্তর লেকসিটিতে গিয়ে দেখা যায় পাহাড়ের উপরে টিনের তৈরী কয়েকটি অস্থায়ী ঘর রয়েছে। অবৈধভাবে তৈরী সেই ঘরগুলো নিজেরা অপসারণ করবে বলায় পরদিন সকাল পর্যন্ত সময় প্রদান করা হয়।