কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে অধ্যাপক ড.নবী নসুরুল্লাহকে নিয়োগ প্রশ্নে উত্তাল ইবি ক্যাম্পাস। জানা গেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বতর্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড.নকিব মোঃ নসরুল্লাহ ইবি’র ভিসি হতে হচ্ছেন।
ইবি সাধারণ ছাত্রদের সূত্রে জানা গেছে ড.নবী নসুরুল্লাহ ইবিতে থাকাকালীন ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত ১৫ই আগস্টে একটি স্মরণিকায় আর্টিকেল লিখেছিলেন ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে। এছাড়াও তিনি বিভিন্ন কারণে তিনি বিতর্কিত শিক্ষক বলে জানান ইবি’র ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীরা আরো জানান ড.নবী নসুরুল্লাহ, অধ্যাপক,আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মৃত্যঞ্জয়ী মুজিব, নামে বইয়ের লেখক। এই কারনে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা কেউ তাকে মেনে নিবে না বলে সাফ জানিয়ে দেন। ইতিমধ্যে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে ড.নবী নসুরুল্লাহ নিয়োগ না দেওয়ার জন্য হুশিয়ারি দিয়ে ছাত্রছাত্রীরা বলছেন প্রয়োজনে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।