দাগনভূঞা আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরের পর ফেনী দাগনভূঞা উপজেলার ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। উপজেলার ৮নং জয়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাস্টারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত জনতা দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিজয়ের স্মারক বাড়ি থেকে যে যার মতো করে বিভিন্ন আসবাবপত্র ও সকল জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে।

Recommended For You