বরগুনায় ৫ লিটার চোলাই মদ সহ আটক ১

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ লিটার চোলাই মদ সহ একজন মাদক কারবারীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ ১৬ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় বরগুনার বড় বালিয়াতলী গ্রামে এই অভিজান পরিচালনা করা হয়। চোলাই মদ সহ আটক কারবারির নাম রাকিব। সে একই গ্রামের আঃ মালেকের ছেলে।

এব্যাপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও উপ পুলিশ পরিদর্শক ইমাম হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বড় বালিয়াতলী গ্রামে অভিযান পরিচালনা করেন। বিক্রির উদ্দেশ্যে রাকিবের দখলে থাকা ৫ লিটার চোলাই মদ সহ হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো বলেন বরগুনায় মাদকের বিরুদ্ধে আমাদের জোড়ালো অভিযান অব্যাহত রয়েছে। মদ সহ আটককৃত রাকিবের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহণ করা হবে।

Recommended For You

Leave a Reply