বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ২৯ ডিসেম্বর বরিশালে আগমন উপলক্ষে বরগুনায় যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম অ্যাটম এর সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম।
এ অনুষ্ঠানে বরগুনা থেকে জেলা যুবলীগের জেষ্ঠ যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট জুনায়েদ জুয়েল বক্তব্য রাখেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাড়ির কাছে আসবেন। আমরা বরগুনা জেলা যুবলীগ সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে ঐদিন বরিশালের রাজপথে থাকবো ইনশাল্লাহ।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি কাজী মাজারুল ইসলাম তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রধান বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তিনি যুবলীগের উপর বেশি ভরসা করেন তাই আগামী ২৯ ডিসেম্বর বরিশালের রাজপথ থাকবে যুবলীগের দখলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ বদিউল আলম বক্তব্যে বলেন, বরিশালের প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগের সর্বোচ্চ নেতা সংখ্যক নেতা কর্মী নিয়ে উপস্থিত থাকা নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও আগামী ৭ জানুয়ারি বরগুনা দুইটি আসনে নৌকাকে বিজয় করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের তৃণমূল এ কাজ করার নির্দেশনা দেয়া হয়। এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।