নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রিড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বাদ আসর শহরের সিরাজউদ্দীন সড়কের উকিল পট্টি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধরন সম্পাদক অ্যাড. সাইমুল ইসলাম রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি মিঠু, বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাগর কর্মকার, সাধরন সম্পাদক সাইমুল ইসলাম সাইফসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্হিত নেতা-কর্মীদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও বরগুনা জেলার আমতলী, তালতলি,পাথরঘাটা, বামনা, বেতাগী উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।